যোহরের নামাজের নিয়ম, নিয়ত ও রাকাত

“صلاة الظهر” (জোহরের নামাজ) বা যোহরের নামাজ ইসলামের পাঁচটি ফরজ নামাজের দ্বিতীয়। এটি দিনের প্রথম ফরজ নামাজ, যা সূর্য ঢলে যাওয়ার পর (অর্থাৎ সূর্য ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে যাওয়ার পর) শুরু হয়ে বস্তুর ছায়া তার মূল আকৃতির সমান না হওয়া অব্দি আদায় করা হয়।১

আজকের আর্টিকেলে আমরা যোহর নামাজের গুরুত্ব, ফজিলত, নিয়ম, নিয়ত এবং রাকাত সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আশা করি, মনোযোগ দিয়ে এই লেখাটি পড়লে যোহর নামাজ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবেন।

এক নজরে জোহরের নামাজ

প্রশ্নউত্তর
জোহরের নামাজের সময়?সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর হতে আসর শুরু হওয়ার আগ পর্যন্ত।
জোহরের নামাজ কত রাকাত?৪রাকাত সুন্নত/ ৪রাকাত ফরজ/২রাকাত সুন্নত / ২রাকাত নফল৪+৪+২=২=১২রাকাত
নিয়ত?আমি কেবলামুখী হয়ে যোহরের (দু/চার) রাকাত (সুন্নত/ফরজ/নফল) নামাজ আদায় করছি।
পুরুষ এবং মহিলাদের পার্থক্য?নেই।

এই আর্টিকেলটি দুইটি কারিকুলামে সাজানো হয়েছেঃ

  • সংক্ষেপেঃ আপনার যদি যোহরের নামাজ সম্পর্কে কেবল বেসিক ধারণার প্রয়োজন হয়, আশা করি উপরের অংশটুকুই আপনার জন্য যথেষ্ট ।
  • বিস্তারিতঃ কিন্তু, যদি আপনি যোহরের নামাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্থাৎ যোহরের নামাজের নিয়ম, নিয়ত ও রাকাত সম্পর্কে এ টু জেড শিখতে আগ্রহী হন, তবে পুরো আর্টিকেলটি আমার সাথে কন্টিনিউ করতে পারেন।

যোহরের নামাজের গুরুত্ব ও ফজিলত

যোহরের নামাজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম নামাজ, যা মহান আল্লাহ তাআলা প্রতিদিন মুসলমানদের জন্য বাধ্যতামূলক করেছেন। নিচে সংক্ষিপ্তভাবে যোহরের নামাজের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হলোঃ

যোহরের নামাজের গুরুত্ব

  • ফরজ ইবাদতঃ যোহরের নামাজ মুসলমানদের জন্য ফরজ। এটি ইসলামের মৌলিক ইবাদতগুলোর একটি।১
  • প্রভুর হুকুম পালনঃ এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষতি, যে আমাদের আল্লাহ আমাদের উপর এ নামাজ কে ফরজ করেছেন।

যোহরের নামাজের ফজিলত

  • আল্লাহর নৈকট্য লাভঃ যেহেতু নামাজ আল্লাহর পক্ষ থেকে সে হত নিয়মিত নামাজ আদায় করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।
  • জান্নাতের সুসংবাদঃ রাসূলুল্লাহ ﷺ-বলেনঃ যে ব্যক্তি চার রাকাত যোহরের সুন্নত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। (তিরমিজি)
  • গুনাহ মাফের মাধ্যমঃ প্রতিটি নামাজই পূর্ববর্তী গুনাহ মাফের সুযোগ করে দেয়।
  • কেয়ামতের দিন ছায়াঃ (সহিহ মুসলিম)
  • রিজিকের বরকতঃ যোহরের নামাজ রিজিকে বরকত আনতে সাহায্য করে।

যোহরের নামাজের সময়

সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর পর শুরু হয়ে আসর শুরু হওয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকে।

সময়সীমা সংক্ষেপে

  • শুরুঃ সূর্য ঢলে পড়ার পর (যখন সূর্য ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে যায়)।
  • শেষঃ আসরের নামাজের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত। কিতাবে আছে ছায়া আসলি বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুন হওয়ার আগ পর্যন্ত পর্যন্ত এর সময় অব্যাহত থাকে।
যোহরের নামাজের শেষ সময়

উপরের চিত্রটি একটি খোলা প্রাকৃতিক দৃশ্য, যেখানে একটি বস্তু (যেমন খুঁটি) এর ছায়া দ্বিগুণ হয়েছে, যা আসরের নামাজের সময় শেষ হওয়ার সূচনা নির্দেশ করে।

যোহরের নামাজ কয় রাকাত

সংক্ষেপেঃ
৪ সুন্নত + ৪ ফরজ + ২ সুন্নত + ২ নফল = ১২ রাকাত।

যোহরের নামাজের রাকাত সংখ্যা বিস্তারিতঃ

  • ৪ রাকাত সুন্নত (মুয়াক্কাদা) – নামাজের আগে আদায় করা হয়।
  • ৪ রাকাত ফরজ – এটিই যোহরের নামাজের মূল অংশ। এটি ছাড়া যোহরের নামাজ পরিপূর্ণ হয় না।
  • ২ রাকাত সুন্নত (মুয়াক্কাদা) – ফরজ নামাজের পরে আদায় করা হয়।
  • ২ রাকাত নফল – এটি ঐচ্ছিক। তবে আদায় করলে আল্লাহর সন্তুষ্টি এবং অতিরিক্ত সওয়াব লাভ করা যায়।

যা শিখলামঃ
উল্লেখ্য আলোচনায় এ বিষয়টি ক্লিয়ার হয় যে যোহরের নামাজের মোট রাকাত সংখ্যা ১২। এর মধ্যে ১০ রাকাত আদায় করা বাধ্যতামূলক, আর বাকি ২ রাকাত নফল, যা ঐচ্ছিক। এটি না পড়লেও কোনো সমস্যা নেই, তবে আদায় করলে আল্লাহর সন্তুষ্টি ও অতিরিক্ত সওয়াব লাভ করা যায়।

১নং প্রশ্নঃ যদি কেউ যোহরের আগের চার রাকাত সুন্নত পড়তে না পারে তার করণীয় কি?

উত্তরঃ যদি কেউ যোহরের নামাজের আগের ৪ রাকাত সুন্নত পড়তে না পারেন, তবে তিনি নামাজের পরে তা আদায় করতে পারেন।

২নং প্রশ্নঃ ছুটে যাওয়া ৪ রাকাত সুন্নত পরবর্তী ২রাকাত সুন্নতের আগে পড়বে নাকি পরে?

উত্তরঃ ছুটে যাওয়া সুন্নত পরবর্তী সুন্নতের আগে পড়বে নাকি পরে, এ বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে সামান্য মতানৈক্য রয়েছে। তবে ফতোয়া অনুযায়ী, উভয়ভাবেই পড়া যেতে পারে।

যোহরের নামাজের নিয়ত

যোহরের নামাজের প্রয়োজনীয় সকল তথ্য আমরা ইতোমধ্যেই বিস্তারিতভাবে জেনেছি। এখন আমরা যোহরের নামাজের নিয়ম সম্পর্কে জানবো। তবে চলুন তার আগে যোহরের সর্বমোট ১২ রাকাত নামাজ তথা ফরজ, সুন্নত এবং নফল নামাজের নিয়তগুলো আলাদাভাবে আরবি এবং বাংলায় শিখে নেই।

যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবি/বাংলা

আরবি নিয়তঃنَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى أَرْبَعَ رَكَعَات صَلَاةَ الظُّهْرِ سُنَّة رَسُولِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ.( اَللَّهُ اَكْبَرُ)
আরবির বাংলা উচ্চারণঃনাওয়াইতোয়ান উছললিয়া লিল্লাহি তায়া’লা আর’বা রাক’আতি সলাতিয-যোহরি, সুন্নাতু রসুলিল্লাহি তায়া’লা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কা’বাতিশ সারিফাতি (“আল্লাহু আকবার”)
চার রাকাত সুন্নত এর বাংলা নিয়তঃআমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে চার’রাকাত যোহরের সুন্নাত নামাজ আদায় করছি। (“আল্লাহু আকবার”)

যোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবি/বাংলা

আরবিঃنَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الظُّهْرِ سُنَّةُ رَسُوْلُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-
বাংলা উচ্চারণঃনাওয়াইতোয়ান উছললিয়া লিল্লাহি তায়া’লা রক’আতাই সলাতিয-যোহরি, সুন্নাতু রসুলিল্লাহি তায়া’লা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কা’বাতিশ সারিফাতি (“আল্লাহু আকবার”)
বাংলা নিয়তঃআমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দু’রাকাত যোহরের সুন্নত নামাজ আদায় করছি। (“আল্লাহু আকবার”)

যোহরের দুই নফল সুন্নত নামাজের নিয়ত আরবি/বাংলা

আরবিঃنَوَيُتْ اَنْ اصَّلي لِلهِ تَعَالَى رَكْعَتيْ صَلاه نَفِلَة سَنُّهُ رَسول اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا الى جهَه اَلْكَعْبه الشَّريفُه اللَّه اكَّبِرْ
বাংলা উচ্চারণঃনাওয়াতুআন উসল্লিয়া লিল্লাহি তা”য়ালা রকাতাই সলাতিল নাফিলাতি সুন্নাতু রসুলিল্লাহি তা”য়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা”বাতিশ শারিফাতি (“আল্লাহু আকবর”)
বাংলা নিয়তঃআমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দু’রাকাত নফল নামাজ আদায় করছি। (“আল্লাহু আকবার”)

যোহরের নামাজের নিয়ম

যোহরের নামাজ আদায়ের পদ্ধতি অন্যান্য নামাজের মতোই। প্রথমে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়াতে হবে। এরপর, যে নামাজটি পড়বেন তার নিয়ত করে তাকবীরে তাহরীমা বলবেন এবং হাত বাঁধবেন। তারপর সুরা ফাতেহা এবং অন্য একটি সূরা পড়ে রুকু এবং সেজদা করবেন। এভাবে পুরো নামাজটি ক্রমাগত আদায় করবেন।

যোহরের চার রাকাত সুন্নত নামাজের পদ্ধতিঃ

প্রথম দুই রাকাত পড়ে বসতে হবে এবং তাশাহুদ পড়ে পুনরায় দাঁড়াতে হবে। তারপর বাকি দুই রাকাত আদায় করতে হবে, যেখানে প্রতি রাকাতের সুরা ফাতেহা ও আরও একটি করে সূরা পড়তে হবে। মোটকথা, চার রাকাত সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা এর পর অন্য একটি সূরা পড়া হবে। শেষ রাকাতে তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

যোহরের চার রাকাত ফরজ নামাজের পদ্ধতিঃ

শুধু এতটুকুই পার্থক্যঃ চার রাকাত সুন্নত নামাজের প্রতিটি রাকাতে সুরা ফাতেহা এর সাথে একটি করে সূরা মিলাতে হয়। আর, ফরজ নামাজে কেবল প্রথম দুই রাকাতে সুরা ফাতেহা এর পর একটি করে সূরা পড়া হবে, আর বাকি দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়েই অবশিষ্ট রাকাত কন্টিনিউ করবে।

যোহরের নামাজ কখন আদায় করতে হয়?

সূর্য ঢলে যাওয়ার পর থেকে আসরের নামাজের সময় শুরু হওয়ার আগে পর্যন্ত।

জোহরের নামাজ কয় রাকাত?

জোহরের নামাজ মোট ১২ রাকাত (৪ সুন্নত মোয়াক্কাদা, ৪ ফরজ, ২ সুন্নত মোয়াক্কাদা এবং ২ নফল)।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *