জানাজার নামাজের নিয়ম দলিলসহ (A to Z) [পুরুষ-মহিলা ও শিশু]
কোরআনের আলোকেঃ-
وَالَّذِينَ جَاءُوا۟ مِنۢ بَعْدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلًّۭا لِّلَّذِينَ ءَامَنُواۭ۟ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٌۭ رَّحِيمٌۭ
যারা তাদের পরে আসবে তারা বলবে, হে আমাদের প্রভু, আমাদের এবং পূর্ববর্তীদের ক্ষমা করে দিন যারা ঈমান নিয়ে দুনিয়া ছেড়েছে এবং আমাদের হৃদয়ে ঈমানদারদের প্রতি কোন বিদ্বেষ রেখো না. হে আমাদের প্রভু, নিশ্চয়ই আপনি পরম দয়ালু, করুণাময়। সূরা হাশর (৫৯:১০):
হাদিসের আলোকেঃ-
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه…
হে আল্লাহ” আপনি তাকে ক্ষমা করুন” তার প্রতি দয়া করুন” এবং তাকে মুক্ত এবং মাফ করুন”
(সহিহ মুসলিম, হাদিস ৯৬৩)
জানাজার নামাজ মূলতঃ- আল্লাহ পাকের নিকট মাইয়েতের জন্য দোয়া করা। জীবিত লোকদের মধ্যে যারা কারো মৃত্যুর সংবাদ পেয়েছে তাদের ওপর জানাজার নামাজ ফরজে কেফায়া। আর এই নামাজের জন্য রয়েছে বেশ কিছু শর্ত সারায়েত।
তাই প্রথমে জানাজা রিলেটিভ বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসালা এবং শর্ত সারায়েত জেনেই জানাজার নামাজের নিয়ম দলিলসহ বর্ণনা করা হবে ইনশাআল্লাহ।
মাসআলাঃ জানাযার নামাজে দুইটি জিনিস ফরজ।
- চার বার তাকবীর বলা। “আল্লাহ আকবার”
- দাঁড়িয়ে নামাজ পড়া।
মাসআলাঃ অন্যান্য নামাজ ওয়াজিব হওয়ার যে সকল শর্ত রয়েছে, জানাজার নামাজ ওয়াজিব হওয়ার শর্ত ও তাই। অবশ্য জানাজার নামাজে একটি শর্ত বেশি আছে। তা হলো ওই ব্যক্তির মৃত্যু সংবাদ জানা থাকতে হবে সুতরাং এর সংবাদ যার জানা নেই, তার ওপর জানাজার নামাজ জরুরি নয়।
মাসআলাঃ জানাযার নামাজ শুদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু শর্ত।
- মুসল্লির অন্যান্য নামাজের ন্যায় জায়গা ও কাপড় পাক, সতর ঢাকা, কেবলা মুখি হওয়া এবং নিয়ত করা।
- মাইয়াত মুসলমান হওয়া।
- মৃতের দেহ এবং কাফন পবিত্র হওয়া।
- মৃতের সদর ঢাকা।
- মাইয়াত নামাজীদের সম্মুখে হতে হবে। পেছনে থাকলে নামাজ শুদ্ধ হবে না।
- মাইয়েতের খাট মাটিতে থাকা।
- মাইয়াত হাজির থাকা সুতরাং হানাফী মাযহাব অনুসারে গায়েবানা জানা যায় শুদ্ধ নয়।
মাসআলাঃ যদি কারোর জানাজার নামাজের জামাত ছুটে যাওয়ার ভয় হয় সেক্ষেত্রে তাইমুম করে নামাজ পড়া দুরস্ত আছে। যা অন্যান্য নামাজে বেলা দুরস্ত নেই।
মাসআলাঃ জুতা সেন্ডেল পায়ে দিয়ে জানাজার নামাজ পড়লে নামাজ হবে। লক্ষণীয়ঃ-১/ কেউ জুতা সেন্ডেল পয় দিয়ে নামাজ পড়লে জুতার ওপর /তলা এবং নিচের স্থান পাক হতে হবে। অন্যথায় নামাজ হবে না। ২/ আর যদি জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে তাহলে শুধু জুতার ওপর এবং তলা পাক হলেই চলবে। নিচের স্থান পাক না হলেও সমস্যা নেই।
![জানাজার নামাজের নিয়ম দলিলসহ (A to Z) [পুরুষ-মহিলা ও শিশু] জানাজার নামাজের নিয়ম](https://namajshikkha.com/wp-content/uploads/2025/03/জানাজার-নামাজের-নিয়ম-1024x576.webp)
জানাজার নামাজের নিয়ম
ওপরে জানাযা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানার পর, এখন জানাজার নামাজ কিভাবে আদায় করতে হয় তা জানব।
জানাযার নামাজের নিয়ম অন্যান্য নামাজের মত নয়। কারণ এ নামাজে রুকু সেজদাহ এবং সূরা ফাতিহা বা অন্য কোন সূরা নেই। তাই আলাদাভাবে জানাজার নামাজ সম্পর্কে জানতে এবং শিখতে হয়।
জানাজার নামাজ নিয়তের সঙ্গে দাঁড়িয়ে মোট চার তাকবীরের মাধ্যমে আদায় করতে হয়।
নিচে জানাজার নামাজ আদায়ের পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করা হলোঃ
- নিয়তঃ- প্রত্যেক নামাজের ন্যায় এ নামাজ শুরু করার পূর্বেও নিয়ত করতে হবে। জানাজার নামাজের নিয়ত আরবি বাংলা উভয় ভাবেই করা যেতে পারে।
- তাকবিরঃ- জানাজার নামাজের সর্বমোট চারটি তাকবীর দেওয়া হয়। তাকবীর মানে (“আল্লাহু আকবার”)
- প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধবে এবং নামাজের (*)সানা পড়বে শুধু ওয়াতা’আলা জাদ্দুকার পর অজাল্লা ছানায়ুকা বৃদ্ধি করবে।
(*)জানাযার নামাজে সুরা ফাতেহা পড়া ইমাম শাফেয়ী, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম ইসহাক রহঃ অভিমত। আর সূরা ফাতেহার পর অন্য সূরা মিলানোর শুধু ইমাম শাফি রহঃ এর অভিমত। তবে হানাফী ইমামদের মতে জানাজার নামাজে প্রথম তাকবীরের পর সানা পড়তে হবে। বোখারী, আবু দাউদ নাসাঈ, মুয়াত্তা ইবনুল জারুদ, ইবনুল জারুদের মতে, জানাজার নামাজে সুরা ফাতেহার পর অন্য সূরা মিলানোর দুর্বল অভিমত।
- দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়বে। (হাত বাধা অবস্থায় থাকবে )
- তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নামাজের দোয়া পাঠ করবে। (হাত বাধা অবস্থায় থাকবে )
- দ্রষ্টব্যঃ- মাইয়াত প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার ক্ষেত্রে এক দোয়া / অপ্রাপ্তবয়স্ক ছেলে শিশুর ভিন্ন দোয়া এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ে শিশুর আলাদা দোয়া রয়েছে যা ইতি পূর্বে একসাথে পিডিএফ আকারে শেয়ার করেছি।
- প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার ক্ষেত্রেঃ- اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِ نَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَنَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلٰى الْاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلٰى الْاِيْمَانِ
- চতুর্থ তাকবীর দিয়ে ডানে বামে সালাম ফেরাবে।
আরো কিছু মাসালা
মাসালাঃ-কোন মুসলমানকে যদি বিনা জানা যায় কবর দেয়া হয়, তাহলে কবরের উপরই জানাজা পড়তে হবে। তবে কতদিন পর্যন্ত কবরের উপরে জানাজা পড়া যাবে সে ব্যাপারে সহি মত হল, অনুমানে যে পর্যন্ত লাশ নষ্ট কিংবা ফেটে না যায়।
মাসালাঃ- মাইয়াত শব্দের অর্থ যে জীবিত জন্মগ্রহণ এরপর মারা গেছে, সুতরাং জন্ম থেকেই যদি মৃত হয় তার জানাজার নামাজ জায়েজ নয়।
প্রশ্নোত্তর
জানাযা নামাজ কিভাবে পড়তে হয়?
জানাযা নামাজ নিয়তের সাথে দাঁড়িয়ে মোট ৪ তাকবীরের সাথে আদায় করতে হয়।
জানাজার নামাজে ইমাম কিভাবে নিয়ত করবে?
আমি আল্লাহর ওয়াস্তে জানাজার ফরজে কেফায়া নামাজ পড়াচ্ছি এই মৃতের জন্য দোয়া করছি।