নামাজ সম্পর্কে সচারাচর জিজ্ঞেস করা হয় এমন কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো। নামাজ সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে অথবা Email করে জানাতে পারেন। আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো।
রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ৩১ মার্চ ২০২৫ তারিখে। আর ৩০ দিনের হলে ৩০ মার্চ ২০২৫ তারিখে। আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই নিশ্চিত ভাবে বলা যাবে না।
নিয়ত হচ্ছে ইচ্ছা পোষণ করা, আপনি রোজার রাখার জন্য মনস্থির করেছেন মানেই নিয়ত হয়ে গেছে। তবে নফল রোজার জন্য রাতের কিংবা দুপুরের আগে নিয়ত করা যায়।
সালাতুত তাসবিহ নামাজের জন্য নির্দিষ্ট কোন সময় নেই যেমনটি অন্যান্য নফল নামজের ক্ষেত্রেও। নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময়ে সালাতুত তাজবি নামাজ আদায় করা যায়।
তারাবি নামাজ ২০ রাকাত নাকি ৮ রাকাত এ নিয়ে অনেক মতভেদ থাক্লেও হানাফি, শাফেয়ি, এবং হানবলি মাজহাবে অনুসারে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা সুন্নত।