নামাজ শিক্ষা ওয়েবসাইট টি সম্পূর্ণ আলেমেদ্বীন দ্বারা পরিচালিত একটি বিশ্বস্ত ইসলামিক সাইট। এখানে ০ থেকে সম্পূর্ণ নামাজ শিক্ষা সহ নামাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়াদি খুব সুন্দর ও সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেন ধর্মপান মুসলিম ভাই-বোনদের সম্পূর্ণরূপে নামাজ শিখতে সহায়তা করে।

আর এই ওয়েবসাইটটির সকল মাসলা- মাসায়েল ও সম্পূর্ণ নামাজ শিক্ষা, হানাফী মাযহাবের মাসলাক অনুযায়ী। তাই এখতেলাফি মাসালা গুলো ও হানাফী মাযহাবের ফতোয়া অনুসরণ করা। এছাড়া অন্যান্য মাযহাবের মত/ফতোয়া/ মাসালা বর্ণনার ক্ষেত্রে আমরা উক্ত মাযহাবের নাম উল্লেখ্য করে দিয়েছি।

আমার এবং ব্লগিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে আগ্রহী?
আমি পেশায় Student আর আবেগে Blogger”

ব্লগিংয়ের আভিজ্ঞতাঃ- ছোটবেলা থেকেই সব সময় গুরুত্বপূর্ণ বিষয়াদি ডায়েরি করে রাখা আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। বলতে পারেন টুকটাক লেখালেখি করা আমার ফ্যাশন। কাজেই ব্লগিংয়ের পেশাটি আমার খুবই প্রিয়।

যদিও আমি ওয়েবসাইট ব্লগিং শুরু করি আরো অনেক আগ থেকে, কিন্তু সম্পূর্ণ ইসলামিক ব্লগ সাইট এটাই আমার প্রথম।

নামাজ শিক্ষা – Namaj Shikkha কতটুকু নির্ভরযোগ্য
কৃষক তিনার কৃষি কাজে এবং ডক্টর তিনার চিকিৎসাখাদে সাধারণ আম জনতা থেকে অধিক পারদর্শী এবং জ্ঞান রাখবেন এটাই তো স্বাভাবিক তাই না? ঠিক তেমন এই সাইটের সম্পূর্ণ তথ্য ও বিষয়াদি আলেমে দ্বীন দ্বারা যেহেতু পরিচালিত তাই এর বিশ্বস্ততার মানদণ্ড সর্বোউর্ধ্বে ইনশাআল্লাহ”।

শেষ কথা
সবশেষে মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয় তাই কোথাও কোন ভুল চোখে পড়লে অবশ্যই আমাদেরকে অবগত করবেন। আমরা শুধরে নেওয়ার যথাযথ চেষ্টা করব,ইনশাল্লাহ “। সবাই সুস্থ এবং ভাল থাকেন এটাই প্রভুর কাছে শেষ প্রার্থনা”।