১৭ টি+ নফল নামাজের নিয়ত ও নিয়ম জেনেনিন 2025
আল্লাহ তাআলার নির্দেশিত ফরজ ওয়াজিব নামাজ এবং সুন্নতি মুয়াক্কাদা ব্যতীত যত নামাজেই আছে তা নফল নামাজ। নফল নামাজ সমূহের কোন সংখাবার সীমা নেই। যে ব্যক্তি যত বেশি পরিমাণ নফল নামাজ আদায় করবে, সে ততো বেশি পূর্ণ লাভ করবে।
অতএব সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রীলোকদের অধিক সওয়াবের আকাঙ্ক্ষায় বেশি বেশি নফল নামাজ আদায় করা উচিত। হযরত নবী করীম সাঃ যে সকল নফল নামাজ আদায় করতেন তা ধারাবাহিকভাবে উল্লেখ করার পরই সে সমস্ত নফল নামাজের নিয়ত এবং নিয়ম সম্পর্কে এই আর্টিকেলে উল্লেখ করেছি।
নফল নামাজ সম্পর্কে কিছু হাদিস
হাদিস
রাসূল সাঃ ফরমায়াছেনঃ নেক আমল দ্বারা ছগিরাহ গুনাহ সমূহ মাফ হয়ে যায়। অতএব গুনাহ মাফের জন্য সদা সর্বদা বেশি বেশি করে নফল ইবাদত করা উচিত।
হাদিস
রাসূল সাঃ ফরমায়াছেনঃ যখন কোন বান্দা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে, তখন আল্লাহ তায়ালা সেই বান্দার জন্য একটি নেক লিখে দেন, তার একটি পাপ মোচন করে দেন এবং একটি মর্যাদার আসন প্রদান করেন। (ইবনে মাজা)
হাদিস
রাসূল সাঃ বলেনঃ যে ব্যক্তি ফরজ নামাজ ব্যতীত দিন-রাত্রিতে ১২ রাকাত নফল নামাজ আদায় করবে তার জন্য বেহেশতে একটি গৃহ নির্মাণ হয়। (মুসলিম শরীফ)
হাদিস
যে লোক আসরের ফরজের পূর্বে চার রাকাত সুন্নত নামাজ আদায় করবে, তাহার জন্য বেহেশতে গৃহ নির্মাণ করা হয়।
প্রকাশ থাকে যে নেক আমলসমূহের ভেতর নফল নামাজই অত্যাধিক মর্যাদাশীল, অতএব নামাজের মাধ্যমেই বেশি বেশি গুনাহ মাফ হয়ে থাকে, সুতরাং বেশি বেশি নফল নামাজ আদায় করা উচিত।
কিছু গুরুত্বপূর্ণ নফল নামাজ
- তাহাজ্জুদ নামাজ
- ইশরাক নামাজ
- চাশত নামাজ
- আওয়াবিন নামাজ
- তাহিয়্যাতুল ওযু
- দুখলুল মাসজিদ
- সালাতুত তাসবীহ
- সালাতুল হাজত
- সালাতুল ইস্তিগফার
- সালাতুশ শোকর
- সালাতুল খাওফ
- সালাতুল ইস্তিখারা
- সালাতুল ইস্তিস্কা
- সালাতুল কুসূফ ওয়াল খুসুফ
- শবে মি’রাজের নামাজ
- শবে বারাআতের নামাজ
- শবে কদরের নামাজ
নফল নামাজের নিয়ত
নফল নামাজের নিয়ত খুবই সহজ। কোন নামাজের নিয়তই আরবিতে করা জরুরি নয়। এবং নিয়ত করার জন্য বিশেষ কোনো নিয়ম ও মনেই। শুধু নফলের উদ্দেশ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করলেও সালাত শুদ্ধ হয়ে যাবে। নিচে সাধারণ একটি নফল নামাজের নিয়ত আরবি – বাংলা তুলে ধরা পর ওপরে উল্লেখ্য বাকি সব নফল নামাজ গুলোর নিয়ত প্রদান করা হবে।
সাধারণ নফল নামাজের নিয়ত
নফল নামাজের নিয়ত আরবিতেঃ نَوَيُتْ اَنْ اصَّلي لِلهِ تَعَالَى رَكْعَتيْ صَلاه نَافِلَة سَنُّهُ رَسول اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا الى جهَه اَلْكَعْبه الشَّريفُه اللَّه اكَّبِرْ
বাংলা উচ্চারণঃ- নাওয়াতুআন উসল্লিয়া লিল্লাহি তা”য়ালা রকাতাই সলাতিল নাফিলাতি সুন্নাতু রসুলিল্লাহি তা”য়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা”বাতিশ শারিফাতি “আল্লাহু আকবর”
নফল নামাজের নিয়ত বাংলায়ঃ-আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি “আল্লাহু আকবর”।
তাহাজ্জুদ
তাহাজ্জুদ নামাজ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন ইতিপূর্বে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেখানে তাহাজ্জুদ সম্পর্কিত সকল তথ্য ও দলিল হাদিসের মাধ্যমে প্রধান করেছি। তারপরেও তাহাজ্জুদের নিয়ত বাংলাতে এখানে উল্লেখ করলাম। আরবি নিয়ত এবং আরোও বিস্তারিত পড়তে তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত আর্টিকেলটি ঘুরে আসতে পারেন।
তাহাজ্জুদের বাংলা নিয়তঃ আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি “আল্লাহু আকবর”।
نَوَيُتْ اَنْ اصَّلي لِلهِ تَعَالَى رَكْعَتيْ صَلاه نَافِلَة سَنُّهُ رَسول اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا الى جهَه اَلْكَعْبه الشَّريفُه اللَّه اكَّبِرْ
ইশরাক
ইশরাকের নিয়ত আরবিতেঃ نَوَيُتْ اَنْ اصَّلي لِلهِ تَعَالَى رَكْعَتيْ صَلاه الاشراق سَنُّهُ رَسول اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا الى جهَه اَلْكَعْبه الشَّريفُه اللَّه اكَّبِرْ
বাংলা উচ্চারণঃ- নাওয়াতুআন উসল্লিয়া লিল্লাহি তা”য়ালা রকাতাই সলাতিল ইশরাকি সুন্নাতু রসুলিল্লাহি তা”য়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা”বাতিশ শারিফাতি “আল্লাহু আকবর”
নিয়ত বাংলায়ঃ-আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করছি “আল্লাহু আকবর”।
চাশত
চাশতের নিয়ত আরবিতেঃ نَوَيُتْ اَنْ اصَّلي لِلهِ تَعَالَى رَكْعَتيْ صَلاه الضحى سَنُّهُ رَسول اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا الى جهَه اَلْكَعْبه الشَّريفُه اللَّه اكَّبِرْ
বাংলা উচ্চারণঃ- নাওয়াতুআন উসল্লিয়া লিল্লাহি তা”য়ালা রকাতাই সলাতিদ দোহা সুন্নাতু রসুলিল্লাহি তা”য়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা”বাতিশ শারিফাতি “আল্লাহু আকবর”
নিয়ত বাংলায়ঃ-আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুই রাকাত চাশতের নামাজ আদায় করছি “আল্লাহু আকবর”।
আওয়াবিন
আওয়াবিনের নিয়ত আরবিতেঃ نَوَيُتْ اَنْ اصَّلي لِلهِ تَعَالَى رَكْعَتيْ صَلاه الاوابين سَنُّهُ رَسول اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا الى جهَه اَلْكَعْبه الشَّريفُه اللَّه اكَّبِرْ
বাংলা উচ্চারণঃ- নাওয়াতুআন উসল্লিয়া লিল্লাহি তা”য়ালা রকাতাই সলাতিল আওয়াবিন সুন্নাতু রসুলিল্লাহি তা”য়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা”বাতিশ শারিফাতি “আল্লাহু আকবর”
নিয়ত বাংলায়ঃ-আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুই রাকাত আওয়াবিন নামাজ আদায় করছি “আল্লাহু আকবর”।
তাহিয়্যাতুল ওযু
তাহিয়্যাতুল ওযুর নিয়ত আরবিতেঃ نَوَيُتْ اَنْ اصَّلي لِلهِ تَعَالَى رَكْعَتيْ صَلاه تحيه الوضوء سَنُّهُ رَسول اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا الى جهَه اَلْكَعْبه الشَّريفُه اللَّه اكَّبِرْ
বাংলা উচ্চারণঃ- নাওয়াতুআন উসল্লিয়া লিল্লাহি তা”য়ালা রকাতাই সলাতিত তাহিয়্যাতিল ওযুর সুন্নাতু রসুলিল্লাহি তা”য়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা”বাতিশ শারিফাতি “আল্লাহু আকবর”
নিয়ত বাংলায়ঃ-আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুই রাকাত তাহিয়্যাতুল ওযু নামাজ আদায় করছি “আল্লাহু আকবর”।
দুখলুল মাসজিদ
তাহিয়্যাতুল ওযুর নিয়ত আরবিতেঃ نَوَيُتْ اَنْ اصَّلي لِلهِ تَعَالَى رَكْعَتيْ صَلاه د াخول المسجد سَنُّهُ رَسول اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا الى جهَه اَلْكَعْبه الشَّريفُه اللَّه اكَّبِرْ
বাংলা উচ্চারণঃ- নাওয়াতুআন উসল্লিয়া লিল্লাহি তা”য়ালা রকাতাই সলাতিল দুখলিল মাসজিদি সুন্নাতু রসুলিল্লাহি তা”য়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা”বাতিশ শারিফাতি “আল্লাহু আকবর”
নিয়ত বাংলায়ঃ-আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুই রাকাত দুখলুল মাসজিদ নামাজ আদায় করছি “আল্লাহু আকবর”।
সালাতুত তাসবীহ ও সালাতুল হাজত
সালাতুল হাজত নামাজ ও সালাতুল তাজবিহ নামাজের নিয়ত, নিয়ম ও আদায় পদ্ধতি সম্পর্কে ডিটেলস আর্টিকেল ইতিপূর্বে পাবলিস্ট হয়েছে আমাদের ওয়েবসাইটে। যেখানে এই নামাজ দ্বয়ের ফজিলত ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে। চাইলে আর্টিকেল দুটো পড়ে দেখতে পারেন।
আর বাকি যেই নফল নামাজগুলো রয়েছে সেগুলো আরবি বাংলা নিয়ত করার ক্ষেত্রে দুইটা জিনিস ফলো করলেই হয়ে যাবে সেটি হলঃ আরবির ক্ষেত্রে رَكْعَتيْ صَلاه এরপর যে নামাজের নিয়ত করবেন সে নামাজের নাম উল্লেখ করবেন যেমনঃ رَكْعَتيْ صَلاه الاشراق/رَكْعَتيْ صَلاه الضحى ইত্যাদি। আর বাংলার ক্ষেত্রে কোন নামাজ পড়ছেন সেটি উল্লেখ করলেই হবে যেমনঃ আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুই রাকাত অমুক নামাজ আদায় করছি।
নফল নামাজের নিয়ম
নফল নামাজ অন্যান্য নামাজের ন্যায় আদায় করা হয়ে থাকে, এর আলাদা কোন নিয়ম নীতি নেই। নিষিদ্ধ তিনটি সময় ছাড়া যে কোন সময় এ নামাজ আদায় করা যায়। সেজন্য নফল নামাজ পড়ার সঠিক সময় সম্পর্কেও অবগত থাকা জরুরী। নফল নামাজ দুই” দুই কিংবা চার রাকাত একত্রেও পড়া যায়। সুতরাং আপনি চাইলে যেকোন নফল নামাজ দুই রাকাত করে পড়তে পারেন চাইলে চার রাকাত করেও পড়তে পারেন।
মাসালা
যে নামাজ নফলের নিয়ত করে দাড়ানো হয় সেটি আদায় করা ওয়াজিব। সুতরাং কোন কারনে যদি নফল নামাজ শুরু করার পর ভেঙে যায়, পরবর্তীতে সে নামাজ আদায় করা ওয়াজিব।
নামাজ শিক্ষা
নামাজ শিক্ষা ওয়েবসাইটটিতে প্রকাশিত সকল মাসআলা মাসায়েল হানাফী মাযহাব তথা ইমাম আবু হানিফা রাঃ এর মাসলাক অনুযায়ী। সুতরাং এর প্রকাশিত সকল ফতোয়া এবং মাসালা হানাফি হিসেবে বিবেচ্য হবে। এছাড়া অন্যান্য যে মাযহাব রয়েছে সে সমস্ত মাযহাবের ফতোয়া এবং মাসালা কে আমরা সবসময় শ্রদ্ধা করি।