নফল নামাজ পড়ার সঠিক সময় ও নামাজের নিষিদ্ধ সময়

নামাজ প্রভুর সান্নিধ্য লাভের সবচেয়ে বড় মাধ্যম। হাদিসে রয়েছে “الصلاه معراج المؤمن” নামাজ মুমিনের মেরাজ সমতুল্য। দৈনন্দীনের ওয়াক্তিয়া নামাজের সাথে কিছু নাওয়াফেল আদায় করতে পারাটা অত্যন্ত ভাগ্যের বিষয়। তবে জানার বিষয় হলো, মূলত নফল নামাজ পড়ার সঠিক সময় কখন? এবং নফল নামাজ কখন পড়া যায় না? আপনি যদি এ দুটি বিষয় জানতে আগ্রহী হয়ে থাকেন এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কারণ আজ আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব নফল নামাজ কখন পড়তে হয় এবং কখন পড়া যায় না এ দুটি বিষয় ইনশাল্লাহ।

নফল নামাজ

নফল নামাজ ঐচ্ছিক নামাজ। যা পাঁচ ওয়াক্ত নামাজের অতিরিক্ত। আদায় করলে সাওয়াব আর আদায় না করলে গুনাহ নেই। নফল নামাজের বিশেষ কিছু সময় এবং প্রকারভেদ রয়েছে তা আমি নিম্নে উল্লেখ করেছি।

  • তাহিয়াতুল অজু
  • তাহিয়াতুল মাসজিদ
  • তাহাজ্জুদ
  • ইশরাক
  • চাশত
  • আওয়াবিন

উপর উল্লেখ্য প্রকারভেদ গুলো প্রসিদ্ধ নাফল। এছাড়া নিষিদ্ধ দুই সময় ব্যতীত যেকোনো সময়ে আপনি নফল নামাজের নিয়ত করে নফল নামাজ আদায় করতে পারবেন। যেমন সালাতুল হাজত/ সালাতুল ইস্তেখারা /সালাতুশ শুকর ইত্যাদি।

নফল নামাজ পড়ার সঠিক সময়

নামাজের নামসময়
তাহাজ্জুদমধ্যরাত কিংবা রাতের শেষ এক তৃতীয়াংশে
ইশরাকফজর নামাজের পর সূর্য ওঠার ১৫ থেকে ২০ মিনিট পর।
আওয়াবিনছয় রাকাত নফল নামাজ, মাগরিবের নামাজের পর
চাশতসূর্য ওঠার ১ ঘন্টা পর থেকে যোহরের আগ পর্যন্ত
তাহিয়াতুল অজুওযুর পর দুই রাকাত
তাহিয়াতুল মসজিদমসজিদে ঢোকার পর ২ রাকাত

আশা করি নফল নামাজ কখন পড়তে হয় সে বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর অন্যান্য যে নফল রয়েছে সেগুলোর কোন সঠিক টাইম নেই, (২ সময় বাদে) যখন খুশি আপনার সুযোগ মত আদায় করতে পারেন।

এশার নামাজ ১৩/১৫ নাকি১৭ রাকাত? – জানুন দলিল সহ

মনে রাখবেন নফল নামাজ পড়ার সবচেয়ে সঠিক সময় হল মাহে রমজান, কেননা রমজানের প্রতি নফল নামাজে ফরজ তুল্য ছাওয়াব মিলে। তাই রমজানে বেশি বেশি করে নাওয়াফেল আদায় করা বুদ্ধিমানের কাজ।

নফল নামাজ কখন পড়া যায় না

নফল নামাজের সঠিক সময় জানার পর কখন নফল নামাজ পড়া যাবে না সে বিষয়টিও ক্লিয়ার হওয়া প্রয়োজন। কেন না কিছু নিষিদ্ধ সময় রয়েছে যেগুলোতে নামাজ পড়া যায় না। নির্দিষ্ট নিষিদ্ধ সময় গুলো নিম্নে তুলে ধরা হলো।

নফল নামাজের নিষিদ্ধ সময় গুলোঃ-

  • ফজরের ওয়াক্ত শুরুর পর কেবলমাত্র ফজরের সুন্নত ছাড়া কোন নফল নামাজ পড়া যাবে না।
  • ফজরের ফরজ আদায়ের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্তও নফল নামাজ আদায় করা যাবে না।
  • সূর্য ওঠার সময়। এ সময় নামাজ পড়া মাখরুহ।
  • মাথার উপর সূর্য থাকলে। মাখরুহ।
  • সূর্য ডোবার সময়। মাখরুহ।
  • সূর্য উঠতে শুরু করা থেকে নিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত।
  • আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *