সালাতুত তাসবিহ নামাজের নিয়ম, নিয়ত ও তাসবিহ [পুরুষ ও মহিলা]
সালাতুত তাসবিহ নামাজ ৪ রাকাত বিশিষ্ট প্রত্যেক ওই সালাত, যেখানে প্রতিরাকাতে অতিরিক্ত ৭৫ বার করে ৪ রাকাতে সর্বমোট ৩০০ বার (سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ) (সুবহানাল্লাহি, ওয়াল হামদুলিল্লাহি, ওয়া-লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার) এই তাসবিহটির সাথে আদায় করা হয়ে থাকে।
এই নামাজ আদায়ের ২টি পদ্ধতি হাদিস থেকে প্রমাণিত।
১/ দাঁড়িয়ে ৪৫ ও বসে ৩০ বার তাসবিহটি পাঠ করা, প্রতিরাকাতে ৪৫+৩০=৭৫ এবং চার রাকাতের সর্বমোট ৭৫×৪=৩০০ তাসবিহ।
২/ দাঁড়িয়ে ৩৫ ও বসে ৪০ বার তাসবিহটি পাঠ করা, প্রতিরাকাতে ৩৫+৪০=৭৫ এবং চার রাকাতের সর্বমোট ৭৫×৪=৩০০ তাসবিহ।
বিঃদ্রঃ পুরুষ এবং মহিলা একই নিয়মে সালাতুত তাসবিহ নামাজ আদায় করবে।
সালাতুত তাসবিহ নামাজ এর বিবরণ ও নিয়ম, ১ম পদ্ধতি
নিম্নে সালাতুত তাসবীহ নামাজের ফজিলত, গুরুত্ব ও আদায় পদ্ধতি দেওয়া হল ১ম নিয়ম অনুসারে। এবং ২য় আদায় পদ্ধতির নিয়ম ও নামাজটির নিয়ত ঠিক তার পরপরই দেওয়া হলো। তাই উভয় আদায় পদ্ধতি ও নিয়ত সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
রাসুল (সাঃ) স্থীয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু কে বলেনঃ- হে চাচাজান। আমি কি আপনাকে এমন এক নামাজের কথা বলবো না, যে নামাজ আদায় করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। চাচাজান আপনি এ নামাজ এই নিয়মে চার রাকাত আদায় করবেন।
তার প্রথম রাকাতে সানা পাঠ করার পর ১৫ বার, তারপর সূরা ফাতেহার সাথে অন্য যেকোনো সূরা মিলিয়ে পড়ার পর ১০ বার, রুকুতে গিয়ে রুকুর তাসবীহর পর ১০ বার, রুকু হতে দাঁড়িয়ে ১০ বার, প্রথম সিজদার তাজবীহর পরে ১০ বার, দু” সিজদার মাঝখানে বসা অবস্থায় ১০ বার এবং দ্বিতীয় সেজদার তাজবীদ শেষ করে ১০ বার, (سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ) তাসবিহটি পড়বেন। এভাবে এক রাকাতে মোট ৭৫ বার হল। এ রূপে চার রাকাতে সর্বমোট ৩০০ বার তাজবিহ পাঠ করতে হবে।
হে চাচা যান! সম্ভব হলে এই নামাজ প্রত্যহ একবার আদায় করবেন, এটা সম্ভব না হলে সপ্তাহে শুক্রবার দিন একবার, এটা সম্ভব না হলে প্রতি মাসে আদায় করবেন, এটা সম্ভব না হলে বছরে একবার, এটাও সম্ভব না হলে জীবনে একবার আদায় করবেন। (বায়হাকী, ইবনে মাজাহ ও আবু দাউদ)
বিঃদ্রঃ যেখানে যে তাসবিহ রয়েছে সে তাসবিহ প্রথমে পাঠ করে উল্লেখ্য তাসবিহ পাঠ করতে হবে।
১ম নিয়ম অনুসারের জ্ঞাতার্থেঃ- যেহেতু প্রথম রাকাত ছাড়া বাকি রাকাত গুলোতে ছানা নেই সেহেতু বাকি রাকাত গুলোতে সিজদা থেকে দাঁড়িয়ে সূরা ফাতিহার আগে তাজবিহটি ১৫বার পাঠ করবে।
নিম্নে ১ম পদ্ধতির নকশাকারে ছবি উল্লেখ করা হলোঃ-
![সালাতুত তাসবিহ নামাজের নিয়ম, নিয়ত ও তাসবিহ [পুরুষ ও মহিলা] সালাতুত তাসবিহ নামাজ](https://namajshikkha.com/wp-content/uploads/2025/03/সালাতুত-তাসবিহ-নামাজের-নিয়ম2.webp)
সালাতুত তাসবিহ নামাজের নিয়ম, ২য় পদ্ধতি
উপর উল্লেখ্য হাদিসের বর্ণনা অনুসারে দাঁড়িয়ে ৪৫ ও বসে ৩০ বার তাসবিহটি পাঠ করা প্রমাণিত হয়েছে। এখন আমরা দ্বিতীয় আদায় পদ্ধতিটি বর্ণনা করবো যেটিও হাদিস দ্বারা প্রমাণিত।
- প্রথম রাকাতে রুকুতে যাওয়ার আগে ১৫ বার, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করার পর ১০ বার এবং রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে ১০ বার। এভাবে প্রতি রাকাতে দাঁড়িয়ে ৩৫ বার।
- প্রথম সিজদায় ১০ বার দুই সিজদার মাঝখানে ১০ বার, দ্বিতীয় সিজদায় ১০ বার, এবং দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পূর্বে বসা অবস্থায় ১০ বার। এভাবে প্রতি রাকাতে বসা অবস্থায় ৪০ বার।
উল্লেখ্য বর্ণনা অনুসারে প্রতিরাকাতে ৭৫ বার হল।
নিম্নে ২য় পদ্ধতির নকশাকারে ছবি উল্লেখ করা হলোঃ-
![সালাতুত তাসবিহ নামাজের নিয়ম, নিয়ত ও তাসবিহ [পুরুষ ও মহিলা] সালাতুল-তাসবিহ-নামাজের-নিয়ম](https://namajshikkha.com/wp-content/uploads/2025/03/সালাতুল-তাসবিহ-নামাজের-নিয়ম3.webp)
২য় নিয়ম অনুসারের জ্ঞাতার্থেঃ- চতুর্থ রাকাতের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা আদায় করে সালামের পূর্বে তাসবীহ পাঠ করবে।
সালাতুত তাসবিহ নামাজের নিয়ত
আরবিঃ-
نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى ارْبَعَ رَكَعَاتِ صَلَوةِ التَّسْبِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَر
বাংলা উচ্চারণঃ-
নাওয়াতু আন ওসাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাতি সালাতিত তাসবিহি সুন্নাতু রসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা,বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।
সালাতুত তাসবিহ নামাজের নিয়ত বাংলাঃ-
আমি ক্যাবলামুখী হয়ে চার রাকাত সালাতুল তাসবিহ নামাজ আল্লাহর জন্য আদায় করছি “আল্লাহু আকবার”
সালাতুত তাসবিহ নামাজ সুন্নত না নফল?
সালাতুত তাসবীহ গুরুত্বপূর্ণ নফল নামাজ, যা নবী করীম (সাঃ) স্থীয় চাচা আব্বাস (রাঃ) কে বলেন, সম্ভব হলে প্রতিদিন একবার উত্তম। তবে প্রতিদিন সম্ভব না হলে অন্তত সপ্তাহে, মাসে কিংবা বছরে একবার পড়া উচিত। আর তাও যদি সম্ভব না হয় সে ক্ষেত্রে সারাজীবনে অন্তত একবার হলেও যেন পড়ে।
সালাতুত তাসবিহ নামাজ কখন পড়তে হয়?
এটির জন্য নির্দিষ্ট কোন সময় নেই যেমনটি অন্যান্য নাওয়াফেলের ক্ষেত্রেও। যে কোন টাইমেই সালাতুত তাজবি নামাজ আদায় করা যায়।
সালাতুত তাসবিহ নামাজ জামাতে পড়া যাবে কি?
জি হ্যাঁ যাবে। শুধু সালাতুল তাসবিহ নয় যেকোনো নফল নামাজই চাইলে জামাতে আদায় করা যাবে।
সালাতুল তাজবির নামাজ কিভাবে পড়তে হয়?
এটি চার রাকাত বিশিষ্ট নামাজ এবং প্রতি রাকাতে ৭৫ বার করে সর্বমোট ৩০০ বার (سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ) এই তাসবিহর সাথে আদায় করা হয়ে থাকে।
সালাতুল তাসবিহ নামাজের নিয়ত কিভাবে করে?
আপনি চাইলে আরবি এবং বাংলা দুভাবেই সালাতুল তাসবিহ এর নিয়ত করতে পারেন।
আরবি বাংলা উচ্চারণঃ-
নাওয়াতু আন ওসাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাতি সালাতিত তাসবিহি সুন্নাতু রসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা,বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।
নিয়ত বাংলাঃ-
আমি ক্যাবলামুখী হয়ে চার রাকাত সালাতুল তাসবিহ নামাজ আল্লাহর জন্য আদায় করছি “আল্লাহু আকবার”
নামাজ শিক্ষা
এই আর্টিকেলে সালাতুত তাসবিহ নামাজের নিয়ম, নিয়ত ও ফজিলত সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা আলোচনা করার চেষ্টা করা হয়েছে, যেমনটি ইতিপূর্বে তাহাজ্জুদ নামাজের নিয়ম, নিয়ত ও এশার নামাজের রাকাত সংখ্যার বেলয়ও। তাই পূর্ণাঙ্গ নামাজ শিখতে লক্ষ্য রাখুন আমাদের ওয়েবসাইটের দিকে।