ইশরাকের নামাজ পড়ার নিয়ম | রাকাত, সময় ও নিয়ত
ইশরাকের নামাজ বিশেষ ফজিলতপূর্ণ নফল নামাজ। এই নামাজ অন্যান্য নফল নামাজের মত দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয়। ইশরাকের নামাজের জন্য আলাদা কোনও নিয়ম নেই। ইশরাকের নামাজ ২ রাকাত থেকে শুরু করে ১২ রাকাত পর্যন্ত পড়ার বিষয়ে অধিকাংশ আলেমগণের মতামত রয়েছে।
ইশরাকের নামাজ পড়ার ফজিলত সম্পর্কে রাসূল ﷺ-ফরমায়েছেন :
১নং হাদিসঃ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করতঃ সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তায়ালার জিকিরে মশগুল থেকে সূর্যোদয়ের পরে দু’রাকাত নামাজ আদায় করিবে, সেই ব্যক্তি একটি হজ ও ওমরার সাওয়াব লাভ করবে।-(তিবরানী)
২নং হাদিসঃ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করতঃ জায়নামাজে বসে কথাবার্তা না বলে জিকিরে ইলাহীতে মশগুল থাকবে এবং সূর্যোদয়ের পর দু’রাকাত ইশরাক নামাজ আদায় করবে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। যদিও তার গুনাহ অসংখ্য বুদবুদের (ফেনার) তুল্য হয়ে থাকে।-(আহমাদ)
উপর উল্লেখিত দুটি হাদিস দ্বারা ইশরাক নামাজের ফজিলত আমাদের সামনে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। তাছাড়া এ নামাজ তাহাজ্জুদ ও সালাতুল হাজত এর মত সর্বোচ্চ ফজিলতপূর্ণ নফল নামাজের মধ্যে একটি।
ইশরাক নামাজের সময়
- শুরুঃ সূর্যোদয়ের (সূর্য ওঠার ১৫-২০ মিনিট) পর।
- শেষঃ বৃক্ষের মাথায় সূর্য উঠা (সূর্যোদয়ের পর প্রায় ৩০ মিনিট) পর্যন্ত।
মাসালাঃ আমরা অনেক সময় ইশরাক ও চাশতের নামাজের সময়গুলো গুলিয়ে ফেলি, যদিও তাদের শুরু ও শেষের সময় একে অপরের থেকে আলাদা। মনে রাখবেন চাশতের নামাজের ওয়াক্ত সূর্যোদয়ের প্রায় ৪০ মিনিট পর থেকে শুরু হয়ে দুপুরের আগে পর্যন্ত থাকে। আর ইশরাকের নামাজের সময় সূর্য ওঠার ১৫-২০ মিনিট) পর থেকে প্রায় ৩০ মিনিট) পর্যন্ত।

ইশরাকের নামাজ পড়ার নিয়ত
যেকোনো নামাজের নিয়ত বাংলা ভাষায় করলে নামাজ আদায় হয়ে যায়, নিজ ভাষায় করলে বরং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অন্যদিকে আরবি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে নিজের অজান্তেই ভুল হয়ে যেতে পারে। ইশরাক নামাজের নিয়ত বাংলায় এবং আরবি উচ্চারণ সহ দেওয়া হলো, আপনার যেভাবে পছন্দ নিয়ত করতে পারেন।
ইশরাক নামাজের নিয়ত আরবি
ইশরাক নামাজের আরবি নিয়ত ও তার বাংলা উচ্চারণ উল্লেখ করা হলো, মনে রাখবেন আরবির সব উচ্চারণ হুবহু বাংলায় আসে না, তাই চেস্টা করবেন আরবি নিয়ত আরবি লেখা দেখে দেখে উচ্চারণ করার এবং সে অনুসারে মুখস্ত করার।
نَوَيُتْ اَنْ اصَّلي لِلهِ تَعَالَى رَكْعَتيْ صَلاه الاشراق سَنُّهُ رَسول اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا الى جهَه اَلْكَعْبه الشَّريفُه اللَّه اكَّبِرْ
উচ্চারণঃ নাওয়াতুআন উসল্লিয়া লিল্লাহি তা”য়ালা রকাতাই সলাতিল ইশরাকি সুন্নাতু রসুলিল্লাহি তা”য়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা”বাতিশ শারিফাতি “আল্লাহু আকবর”
ইশরাক নামাজের নিয়ত বাংলায়
আপনি চাইলে বাংলা ভাষায় এই নামজের নিয়ত করতে পারেন। এতে আরবির ভুল হবার সম্ভাবনা কম থাকবে। তবে আপনি আরবিতে দক্ষ হলে সেটি ভিন্ন বিষয়।
আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করছি “আল্লাহু আকবর”
ইশরাকের নামাজ পড়ার নিয়ম
ইশরাক নামাজের জন্য আলাদা কোনো নিয়ম নেই! এটি অন্যান্য নফল নামাজের নিয়ম অনুসারেই আদায় করা হয়। তবুও, সংক্ষেপে ইশরাক নামাজ আদায়ের পদ্ধতি নিম্নে তুলে ধরা হলোঃ
জায়নামাজে দাঁড়িয়ে ইশরাক নামাজের নিয়ত করে তাকবীরে তাহরীমা বলে হাত বাধুন। তারপর সানা, আউজুবিল্লাহ, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ুন। সুরা ফাতিহার সাথে আরও একটি সূরা বা সূরার কিছু অংশ তেলোয়াত করুন। এরপর যথাক্রমে রুকু এবং সেজদা করে অন্যান্য নামজের মতো ২ রাকাত নামাজ পূর্ণ করুন।
ইশরাকের নামাজ কত রাকাত
ইশরাকের নামজ একটি নফল নামাজ। এর নির্ধারিত রাকার সংখ্যা নেই। তবে ২ রাকাত থেকে ১২ রাকাত ইশরাক নামাজ আদায় করার প্রচলন রয়েছে।
ইশরাকের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়?
এই নামাজের নির্দিষ্ট কোন সূরা নেই। আপনার পছন্দের যে কোন সূরা কেরাত দিয়ে এ নামাজ আদায় করতে পারেন।
ইশরাকের নামাজ কয়টা পর্যন্ত পড়া যায়?
ইশরাক নামাজ সূর্য ওঠার ১৫-২০ মিনিট পর থেকে প্রায় ৩০ মিনিট পর্যন্ত পড়া যায়।