জানাজার নামাজের দোয়া সমূহ pdf [পুরুষ-মহিলা ও শিশু]

আসসালামু আলাইকুম সবাইকেঃ- আমরা অনেকেই বিভিন্ন সময় জানাজার নামাজের দোয়া সমূহ নারী পুরুষ এবং বাচ্চাদের একসাথে অনুসন্ধান করে থাকি। দেখা যায় দোয়া সমূহ খোঁজ করে পেলেও বিক্ষিপ্ত ভাবে আলাদা আলাদা পোস্টে লেখা হয়েছে। তাই -নামাজ শিক্ষা- কর্তৃক সবগুলো দোয়া একত্রিত করাটা জরুরি মনে করি।

সুতরাং এখন থেকে আর কষ্ট করে একাধিক পোস্টে ছোটাছুটি করতে হবে না। কারণ এই আর্টিকেলে পুরুষ- মহিলা এবং ছোট বাচ্চাদের জানাজার নামাজের দোয়া সমূহ pdf আকারে বাংলা অর্থসহ একসাথে প্রদান করেছি। ঠিক যেমনটা নারী-পুরুষ এবং ছোট বাচ্চাদের জানাজার নামাজের নিয়ত আরবিতে ও বাংলার বেলায়ও।

দোয়া সমূহ শেয়ার করার পূর্বে বলতে হয় জানাজার দোয়া গুলো তিনটি ভাগে বিভক্ত হয়ে থাকে যথাঃ-

  • মৃত ব্যক্তি বালেগ পুরুষ কিংবা মহিলা।
  • মৃত ব্যক্তি নাবালেগ ছেলে শিশু
  • মৃত ব্যক্তি নাবালেগ মেয়ে শিশু।

অর্থাৎ মাইয়াত বালেগ পুরুষ কিংবা মহিলা হলে এক দোয়া। মাইয়াত নাবালেগ ছেলে শিশু হলে ভিন্ন দোয়া ও মৃত ব্যক্তি নাবালেগা মেয়ে শিশু হলে আরেক দোয়া

এই সর্বমোট এই তিন ভাগে জানাজার নামাজের দোয়া গুলো ভাগ হয়ে থাকে। চলুন এবার বিস্তারিত জেনে নেই।

জানাজার নামাজের দোয়া

জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ [পুরুষ ও মহিলা]

জানাজার নামাজের নিয়ম অনুসারে তৃতীয় তাকবীরের পর বালেগ পুরুষ এবং মহিলার ক্ষেত্রে যে দোয়াটি পাঠ করতে হয় তা আরবিতে এবং বাংলায় নিম্নে দেয়া হলোঃ-

জানাজার নামাজের দোয়া আরবিতে [ প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা]

اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِ نَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَنَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلٰى الْاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلٰى الْاِيْمَانِ

বাংলায় উচ্চারণ [পুরুষ ও মহিলা]

আল্লাহুম্মাগ ফিরলি হায়্যিনা অ মাইয়্যিতিনা অ শাহিদিনা অ গয়িবিনা অ সগিরিনা অ কাবিরিনা অ জাকারিনা অ উনছানা। আল্লাহুম্মামান আহইয়াহতাহু মিন্না,ফাআহয়িহি আলাল ইসলামি। অয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ইমান।

অর্থ [পুরুষ ও মহিলা]

হে আল্লাহ! আমাদের থেকে জীবিত এবং মৃত, উপস্থিত কিংবা অনুপস্থিত, ছোট এবং বড়, পুরুষ কিংবা নারী, সবাইকে ক্ষমা করে দাও। হে আল্লাহ আমাদের থেকে যাদেরকে জীবিত রেখেছেন ইসলামের উপর এবং যাদেরকে মৃত্যু দান করেছেন ঈমানের সঙ্গেই মৃত্যুদান করুন। আমিন।

জানাজার নামাজের দোয়া [নাবালেগ ছেলে শিশু]

অপ্রাপ্তবয়স্ক ছেলে শিশুর জানাযার নামাজে যে দোয়াটি পড়তে হয় তা নিম্নে দেয়া হলোঃ-

জানাজার নামাজের দোয়া আরবি [নাবালেগ ছেলে শিশু]

اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَّاجْعَلْهُ لَنَا اَجْرً ا وجخرا وَّاجْعَلْهُ لَنَا شَافِعًا وَّمُشَفِّعًا

উচ্চারণ জানাজার নামাজের দোয়া [নাবালেগ ছেলে শিশু]

আল্লাহুম্মাজ আলহু লানা ফারতও ওআজ আলহু লানা আজরাঁও ওয়া জুখরাঁও ওয়াজ আলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ।

জানাজার নামাজের দোয়া অর্থ সহ [নাবালেগ ছেলে শিশু]

হে আল্লাহ! এই বাচ্চাটিকে আমাদের নাজাত এবং আরামের জন্য আগে পাঠিয়ে দাও। তার জন্য যে দুঃখ আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও। এবং তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও। যা আপনার দরবারে কবুল হয়।

জানাজার নামাজের দোয়া [নাবালেগ মেয়ে শিশু]

অপ্রাপ্তবয়স্কর ছেলে মেয়ের জানাজার দোয়া প্রায় সেম। শুধু কয়েকটি জায়গায় হরফে পার্থক্য। যেমন উপরে উল্লেখ্য অপ্রাপ্তবয়স্ক ছেলের জানাযার নামাজের দোয়ায় যে সমস্ত জায়গায় (هُ) হু- ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে শুধু সে সমস্ত জায়গায় (ها) হা- হবে। এরপরেও আমি দোয়াটি উল্লেখ করছি।

জানাযার দোয়া আরবিতে [অপ্রাপ্ত বয়স্ক মেয়ে শিশু]

اَللّٰهُمَّ اجْعَلْها لَنَا فَرَطًا وَّاجْعَلْها لَنَا اَجْرً ا وجخرا وَّاجْعَلْها لَنَا شَافِعًا وَّمُشَفِّعًا

জানাজার নামাজের দোয়া বাংলা উচ্চারণ [অপ্রাপ্ত বয়স্ক মেয়ে শিশু]

আল্লাহুম্মাজ আলহা লানা ফারতও ওআজ আলহা লানা আজরাঁও ওয়া জুখরাঁও ওয়াজ আলহা লানা শাফিআও ওয়া মুশাফফাআ।

এই দোয়াটির বাংলা অর্থ ও সেম পূর্বের অপ্রাপ্তবয়স্ক ছেলে শিশুর মত।

জানাজার নামাজের দোয়া সমূহ pdf download

উপর উল্লেখ্য প্রাপ্ত অপ্রাপ্ত পুরুষ এবং মহিলা সবগুলো দোয়া পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের download now অপশনে ক্লিক করুন। এছাড়া আপনি চাইলে উল্লেখ্য দোয়াগুলো স্ক্রিনশট এর মাধ্যমে আপনার ফোনের গ্যালারিতে সেভ করে রাখতে পারেন।

জানাজার নামাজের দোয়া ছবি

জানাজার নামাজের দোয়া ছবি
জানাজার নামাজের দোয়া ছবি 1

জানাজার নামাজের দোয়া না জানলে?

জানাযার দোয়া না জানলে اَللهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنَاتِ এই দোয়াটি পড়বেন।

জানাজার জন্য কি দুআ পড়তে হয়?

জানাযয় মূলত মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয় তাই এভাবে দোয়া করতে হবে যে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন এবং হেদায়েত প্রাপ্তদের মধ্য হতে তার মর্যাদা বৃদ্ধি করুন।

জানাজা নামাজে কি কি দোয়া পড়তে হয়?

জানাযার নামাজে তিনটি দোয়া রয়েছে এর মধ্যে প্রথমটি মৃত ব্যক্তি প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা মহিলার ক্ষেত্রে। দ্বিতীয় টি মৃত অপ্রাপ্তবয়স্ক ছেলে শিশুর ক্ষেত্রে। তৃতীয় অপ্রাপ্তবয়স্ক মেয়ে শিশুর ক্ষেত্রে। যা আমরা এই আর্টিকেলে বর্ণনা করেছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *