পাঁচ ওয়াক্ত নামাজের তালিকা ও কোন নামাজ কত রাকাত জেনে নিন

নামাজ আদায় করা যেমন সকল মুমিন মুমিনদের জন্য ফরজ! ঠিক তেমনি নামাজের আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে অবগত থাকাটাও জরুরী! এই যে ধরুন পাঁচ ওয়াক্ত নামাজের তালিকা কিংবা নামাজের রাকাত সমূহ তথা কোন নামাজ কত রাকাত ও কি কি? সে ক্ষেত্রেও! আর হ্যাঁ আপনি যদি এসব তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে চান আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কেননা আর্টিকেলটিতে আমরা এই দুইটি জিনিস খুব সহজে ক্লিয়ার করতে চলেছি। তাই নামাজের তালিকা ও পাঁচ ওয়াক্ত কোন নামাজ কত রাকাত জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

পাঁচ ওয়াক্ত নামাজের তালিকা

আলহামদুলিল্লাহ আমরা অনেকেই নতুন ভাবে নামাজ শুরু করতে চাই। আর এটা অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত। কেননা মহান আল্লাহ দৈনন্দিন জীবনে প্রত্যেক মুসলমানের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এবং শরীয় ওজর ছাড়া কোনোরূপই নামাজ কাজা করা সঠিক নয়।

আর নামাজ পড়তে হলে আগে পাঁচ ওয়াক্ত নামাজের তালিকার নাম জানাও প্রয়োজন। তাই আপনার সুবিধার্থে অত্যন্ত সুন্দরভাবে নিম্নে আমরা নামাজের তালিকা টেবিল আকারে উল্লেখ করেছি।

০১ ফজরফজর নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের প্রথমটি। যা আদায় করা হয় সূর্যোদয়ের পূর্বে।
০২ যোহরযোহর নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের দ্বিতীয়টি। যা আদায় করা হয় দুপুরে।
০৩ আসরআসর নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের তৃতীয়। যা আদায় করা হয় বিকেলে।
০৪ মাগরিব মাগরিব নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের চতুর্থ। যা সূর্যাস্তের পর আদায় করা হয়।
০৫ ইশাএশার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পঞ্চম। যা আদায় করা হয় সন্ধ্যার পর।
পাঁচ ওয়াক্ত নামাজের তালিকা

পাঁচ ওয়াক্ত নামাজের তালিকা ছবি

পাঁচ ওয়াক্ত নামাজের তালিকা ছবি

পাঁচ ওয়াক্ত কোন নামাজ কত রাকাত

ওপর উল্লেখ্য টেবিলের মাধ্যমে দৈনন্দিন নামাজের তালিকা জানতে পারলাম এখন আমরা জানব নামাজের রাকাত সংখ্যা এবং কোন নামাজ কত রাকাত তার ছবি সহ। তাই নামাজের রাকাত সংখ্যা জানতে আর একটু ধৈর্য সহকারে আর্টিকেলের শেষ অব্দি পড়ুন।

ফজরফজরের ৪ রাকাতঃ- ২রাকাত সুন্নত/ ২রাকাত ফরজ। ২+২=৪
যোহরযোহরের ১২ রাকাতঃ- ৪ রাকাত সুন্নাত/ ৪ রাকাত ফরজ/ ২ রাকাত সুন্নাত/ ২ রাকাত নফল (অপশনাল) ৪+৪+২+২= সর্বমোট ১২ রাকাত
আসরআসরের ৮ রাকাতঃ- ৪ রাকাত সুন্নত (অপশনাল)/ ৪ রাকাত ফরজ। ৪+৪= মোট ৮ রাকাত।
মাগরিবমাগরিবের ৫ রাকাতঃ- ৩ রাকাত ফরজ ২রাকাত সুন্নত। ২+৩=৫
ইশাএশার মুল নামাজ রাকাত।
কোন নামাজ কত রাকাত

কোন নামাজ কত রাকাত তার ছবি

কোন নামাজ কত রাকাত তার ছবি

FAQ

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম ও কত রাকাত?

পাঁচ ওয়াক্ত পূর্ণ নামাজ শিক্ষা নিয়ে আমরা ভিন্ন একটি আটকে রেখেছি ক্লিক করে পড়ে নিন

ফজরের ৪ রাকাতঃ
যোহরের ১২ রাকাতঃ
আসরের ৮ রাকাতঃ
মাগরিবের ৫ রাকাতঃ
এশার ১৫ রাকাতঃ

কোন নামাজ কত রাকাত পড়তে হয়?

ফজর ৪
যোহর ১২
আসর ৮
মাগরিব ৫
এশা ১৫

শেষ কথা

এই আর্টিকেলটিতে পাঁচ ওয়াক্ত নামাজের তালিকা ও কোন নামাজ কত রাকাত ও কি কি এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আজকের আলোচনায় আপনি নামাজের তালিকা এবং রাকাত সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পেরেছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *